kolkata

3 weeks ago

Junior Doctor Protest: ডাক্তারদের ধর্মতলার রাস্তা ছেড়ে বসতে বলার আর্জিতে হস্তক্ষেপ করল না উচ্চ আদালত

Junior Doctor Protest
Junior Doctor Protest

 

কলকাতা, ৭ অক্টোবর : ধর্মতলায় রাস্তার অধিকাংশ জুড়ে অনশনে বসেছেন ডাক্তারেরা। তাই তাঁদের রাস্তা ছেড়ে দিয়ে বা রাস্তার পাশে বসতে বলা হোক। এমন আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক বিচারপতি। কিন্তু সোমবার এই বিষয়ে হস্তক্ষেপ করল না উচ্চ আদালত।

ওই আইনজীবী আদালতে দাবি করেন যে, রাস্তার অধিকাংশ জুড়়ে ডাক্তারেরা বসে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তাই তাঁদের রাস্তা ছেড়ে বা রাস্তার পাশে অনশনে বসতে বলা হোক।

হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই এই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ নয়।


You might also like!