কলকাতা, ১৮ এপ্রিল : ঝড়-বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি কম। বৃষ্টির সৌজন্যে গরমের দাপটও কমেছে। মনোরম হয়ে উঠেছে শহর ও শহরতলির আবহাওয়া।
তবে, আগামী সোমবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকবে না। তাপমাত্রা তখনও আবারও বাড়তে শুরু করবে। বুধবারের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি হবে।