kolkata

1 week ago

Sunday Metro Rail special arrangements: ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য রবিবার মেট্রো রেলের বিশেষ ব্যবস্থা

Sunday Metro Rail special arrangements for UPSC candidates
Sunday Metro Rail special arrangements for UPSC candidates

 

কলকাতা, ১৫ জুন: রবিবার ইউপিএসসি পরীক্ষা দিতে আসবেন বহু পরীক্ষার্থী। ছুটির দিনে সাধারণত লোকাল ট্রেন, বাসও অন্যদিনের তুলনায় কম চলাচল করে। তাই পরীক্ষার্থীদের কথা ভেবে এই বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো। দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৭টায় শুরু হবে মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে। এদিন আপ-ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলাচল করবে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে শনি ও রবিবার শিয়ালদহ শাখায় আবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দমদম ও বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে।

একই সঙ্গে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন দুটি লাইনে কাজ চলবে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। যার জন্য ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট রুটে যাত্রীদের মধ্যে, বিশেষত পরীক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ সকাল থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়ায় পরীক্ষার্থী-সহ নিত্যযাত্রীরা উপকৃত হবেন।


You might also like!