কলকাতা, ৭ অক্টোবর: “আদিকবি মহর্ষি বাল্মীকি-র জন্মজয়ন্তীতে জানাই গভীর শ্রদ্ধা এবং কোটি কোটি প্রণাম।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, “মানবসভ্যতার আদি কবি, যিনি তাঁর অমর সৃষ্টি ‘রামায়ণ’-এর মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের আদর্শ জীবনদর্শনকে অমোঘভাবে অঙ্কিত করেছেন। মানবতা, মর্যাদা ও ধর্মের চিরন্তন বাণী তিনি যুগে যুগে আমাদের অন্তরে প্রজ্বলিত করে রেখেছেন। এই পবিত্র মহাকাব্য কেবল একটি গ্রন্থ নয়, এটি এক অমর আলোকশিখা, যা অনন্তকাল ধরে মানবসমাজকে ন্যায়, সত্য ও করুণার পথে চলার দিশা দেখিয়ে যাবে।”
আদিকবি মহর্ষি বাল্মীকি-র জন্মজয়ন্তীতে জানাই গভীর শ্রদ্ধা এবং কোটি কোটি প্রণাম। 🙏
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 7, 2025
মানবসভ্যতার আদি কবি, যিনি তাঁর অমর সৃষ্টি ‘রামায়ণ’-এর মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের আদর্শ জীবনদর্শনকে অমোঘভাবে অঙ্কিত করেছেন। মানবতা, মর্যাদা ও ধর্মের চিরন্তন বাণী তিনি যুগে যুগে… pic.twitter.com/NbuxVXs0ry