কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার আসর বসেছিলেন সল্টলেক সেক্টর ফাইভে বিজেপির দলীয় কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা সুভাষ সরকারও। দলীয় কর্মীদের সঙ্গে সুকান্ত ও সুভাষ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেছেন। পরে সুকান্ত মজুমদার বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। তিনি নারীর ক্ষমতায়নের কথা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের ক্ষমতায়নের লক্ষ্য রেখেছেন এবং আমাদের সরকার সেই লক্ষ্য পূরণে কাজ করছে।"
তৃণমূল কংগ্রেসকেও এদিন কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর মতে জনগণ তৃণমূলকে বিশ্বাস করেন না। তিনি বলেছেন, "তাঁরা (তৃণমূল কংগ্রেস) আগে গোয়াতেও চেষ্টা করেছিল, কিন্তু তাতে কিছুই আসেনি। গোয়ার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মতো পাঁচ হাজার টাকার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু জনগণ, বিশেষ করে সেখানকার মহিলারা তাঁদের ভোট দেয়নি। এমনকি পাঁচ হাজার টাকার প্রতিশ্রুতি জনগণ বিশ্বাস করতে পারেনি, তাই জনগণ তাদের বিশ্বাস করে না।"