কলকাতা ১৪ এপ্রিল :: মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেছেন, "এখনও পর্যন্ত সেখানে পরিস্থিতি স্বাভাবিক। জনগণের উচিত জনগণের পাশে দাঁড়ানো এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে আসা।
ফিরহাদ আরও বলেছেন, "কিছু মানুষ হিংস্র হয়ে উঠেছে এবং অন্যায় করা হয়েছে, কিন্তু এই ধরনের বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এই ঘটনায় হিন্দু এবং মুসলিম উভয়েরই ক্ষতি হয়েছে। আমাদের রাজ্য পুলিশের উপর আস্থা আছে। একজন অপরাধী একজন অপরাধীই হয়, সে তৃণমূলের হোক বা বিজেপির হোক, তাতে কিছু যায় আসে না। পুলিশ অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য আছে।"