kolkata

1 month ago

Shahjahan: বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিটে নেই শাহজাহানের নাম, সিআইডি-কে ভর্ৎসনা

Shahjahan's name is not in the charge sheet in BJP worker's murder case, CID reprimanded
Shahjahan's name is not in the charge sheet in BJP worker's murder case, CID reprimanded

 

কলকাতা, ২২ মার্চ: ফের আদালতে মুখ পুড়ল রাজ্য পুলিশ প্রশাসনের ৷ ২০১৯ সালে তিন বিজেপি কর্মীকে খুনের মামলার চার্জশিটে শেখ শাহজাহানের নাম বাদ দেওয়ায়, সিআইডি-কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ৷

সাক্ষীদের গোপন জবানবন্দিতে ১ নম্বরে নাম থাকা সত্ত্বেও, কেন শেখ শাহজাহানের নাম বাদ? এই প্রশ্ন তুলেছেন বিচারপতি৷ ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়রি জমা দিতে বলা হয়েছে৷

২০১৯ সালে সন্দেশখালিতে খুন হন তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল৷ যে ঘটনায় শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের হয়৷ হাইকোর্টের নির্দেশেই সেই মামলার তদন্তভার যায় সিআইডি-র হাতে।

তদন্তে নেমে সাক্ষীদের গোপন জবানবন্দি নেন তদন্তকারী আধিকারিকরা৷ কিন্তু, সিআইডি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার পর দেখা যায়, সেখানে প্রধান অভিযুক্ত ও সাক্ষীদের বয়ানে সবার উপরে থাকা শেখ শাহজাহানের নাম বাদ গিয়েছে৷ তারপরেই সিবিআই তদন্তের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত ৮ জানুয়ারি একটি মামলা করেছিলেন হাইকোর্টে৷

সেই নিয়ে এদিন আদালতে তলব করা হয়েছিল সিআইডি-র তদন্তকারী আধিকারিককে৷ তাঁকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, "সাক্ষীর গোপন জবানবন্দিতে ১ নম্বর অভিযুক্তের তালিকায় শেখ শাহজাহানের নাম থাকা সত্ত্বেও শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিলেন কী করে?" জবাবে সিআইডি-র আইও বলেন, "সাক্ষীর জবানবন্দি বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি৷"

রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ওই আধিকারিকের বক্তব্য শুনে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "আপনি ঠিক করবেন কে বিশ্বাস যোগ্য, আর কে বিশ্বাস যোগ্য নয়? আপনার কোনও সিনিয়রকে ডাকতে হবে দেখছি৷"

উল্লেখ্য, এদিন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় শুনানিতে হাজির ছিলেন না৷ তাই অন্য এক আইনজীবী জানান, "চার্জশিট জমা পড়েছে৷ তবে, চার্জ ফ্রেম হয়নি এখনও৷ রাজ্যকে আরও কয়েকদিন সময় দেওয়া হোক কেস ডাইরি হাজির করতে৷" 1 এপ্রিল পরবর্তী শুনানি হবে৷ আগের নির্দেশ অনুযায়ী, নিম্ন আদালতে এই মামলার সমস্ত বিচার আপাতত স্থগিত থাকবে৷ পরের শুনানির দিন ফের কেস ডায়েরি আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত৷

You might also like!