Country

1 week ago

VVPAT cross verification: ভিভিপ্যাট ক্রশ-ভেরিফিকেশন : ইসিআই-কে ভোটের পবিত্রতা রক্ষা করতে বলল শীর্ষ আদালত

VVPAT cross verification (File Picture)
VVPAT cross verification (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ এপ্রিল: ভিভিপ্যাট ক্রশ-ভেরিফিকেশন ইস্যুতে নির্বাচন কমিশনকে ভোটের পবিত্রতা রক্ষা করতে বলল শীর্ষ আদালত। বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগ খতিয়ে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, প্রশান্ত ভূষণ অভিযোগ করেছেন, কেরলের কাসারগোদে মক পোল চলাকালীন দেখা যায় ৪টি ইভিএম বিজেপির জন্য একটি অতিরিক্ত ভোট রেকর্ড করছে।

সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে, নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনের পবিত্রতা থাকতে হবে। কারও আশঙ্কা থাকা অনুচিত। বৈদ্যুতিন ভোটযন্ত্রের পরিবর্তে আবারও ব্যালট পদ্ধতি ফিরিয়ে আনার দাবি উঠছে। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সম্পূর্ণ ভাবে ইভিএম বাতিল করায় সায় না দিলেও, নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন কী পদক্ষেপ করছে, তা জানতে চাওয়া হয়েছে।

ইভিএম এবং ভিভিপ্যাট বিতর্ক নিয়ে কমিশনের উদ্দেশে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত বলে, "ভোটপ্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে এখানে। ভোটপ্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা উচিত। যেমনটা হওয়া উচিত ছিল, তেমনটা হচ্ছে না বলে ভোটপ্রক্রিয়া নিয়ে কারও মনে এমন কোনও আশঙ্কা থাকা উচিত নয়।" ভোটপ্রক্রিয়াকে মুক্ত এবং নিরপেক্ষ রাখতে কী পদক্ষেপ করছে কমিশন, তা-ও জানতে চাওয়া হয়।


You might also like!