Country

1 week ago

Aligarh Muslim University:প্রথমবার মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়,১০০ বছরের ইতিহাসে এই প্রথম

Aligarh Muslim University Women Vice-Chancellor Naima Khatun.
Aligarh Muslim University Women Vice-Chancellor Naima Khatun.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) উপাচার্য হলেন নাঈমা খাতুন। বিশ্ববিদ্যালয়ের একশ চার বছরের ইতিহাসে এই প্রথমবার কোন মহিলা উপাচার্য পেল এএমইউ।আগামী পাঁচ বছরের জন্য উপাচার্য পদে থাকবেন তিনি।

শিক্ষামন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই করেন। নির্বাচনের আদর্শ আচরণ বিধি মেনে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও অনুমতি নেওয়া হয়েছে বলে খবর।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা। এই ইউনিবার্সিটি থেকে সাইকোলজিতে পিএইচডি করেন তিনি। ১৯৮৮ সালে এই বিভাগেই অধ্যাপিকা হিসেবে। তারপর ২০১৪ সালে উইমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দিয়েছিলেন নাইমা।

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রাক-স্বাধীনতা যুগেও জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সে সময় চান্সেলার হিসাবে যোগ দিয়েছিলেন বেগম সুলতান জাহান। তিনি ছিলেন একমাত্র মহিলা আচার্য। আর এবার প্রথম মহিলা উপাচার্য নিয়োগ হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।


You might also like!