kolkata

2 weeks ago

Lok Sabha Election :ভোটের প্রাপ্তি; পোস্টার ও পতাকার তুঙ্গে চাহিদা, দম ফেলার ফুরসৎ নেই কারখানার কর্মীদের

Due to the high demand for posters and flags, the factory workers have no time to catch their breath
Due to the high demand for posters and flags, the factory workers have no time to catch their breath

 

কলকাতা, ১০ এপ্রিল : দলীয় পতাকা হোক কিংবা টুপি, অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিকৃতি, ভোটের বাজারে সবকিছুরই এখন চাহিদা তুঙ্গে। আর তাতেই ভোটের বাজারে লক্ষ্মীলাভ পতাকার কারখানার মালিকদের, দম ফেলার ফুরসৎ নেই কর্মীদেরও। চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করে চলেছেন তাঁরা, হচ্ছে উপার্জনও।

ডিজিটাল যুগে বদলেছে নির্বাচনী প্রচারের ধরন। কিন্তু তা বলে বাজার থেকে হাওয়া হয়ে যায়নি এত দিনের চেনা ভোটের প্রচারসামগ্রী। ছাপাখানায় ব্যস্ততা বেড়েছে লোকসভা ভোটের মরসুমে। মিটিং-মিছিলের সংখ্যা যত বাড়ছে, ততই দোকানে দোকানে বাড়ছে পতাকা, টুপি, ব্যানারের চাহিদা। অল ইন্ডিয়া ইলেকশন মেটিরিয়াল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নির্বাচনী মরসুমে এই ব্যবসার সঙ্গে জুড়ে থাকেন লাখো লাখো মানুষ। পতাকা সেলাই হোক বা প্রচারপত্রে পিন লাগানো— হাত লাগান বাড়ির মেয়েরাও। ভোট শুধুই গণতন্ত্রের উৎসব নয় এ দেশে, বাজারও গরম হয় নির্বাচনী উত্তাপে।


You might also like!