কলকাতা : গোটা দেশ মেতেছে অযোধ্যায় রাম মন্দিরের উৎসবে। বাদ নেই কলকাতাও। মধ্যকলকাতার সেন্ট্রাল এভিনিউ রাম মন্দিরে আগামীকাল অযোধ্যার চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। গোটা মন্দির চত্বরে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। মন্দিরে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে বিশেষ পথ। এছাড়াও আলো ও ফুলের সাজে গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে।পাশাপাশি হনুমানের ছবি দেওয়া রামঝান্ডায় সাজিয়ে ফেলা হয়েছে রাস্তার দুপাশের অংশ।
আগামীকাল যারা অযোধ্যায় উপস্থিত থাকতে না পারলেও এই মন্দিরে এসেই পূজা দিতে পারবেন রাম ভক্তরা। এছাড়াও এদিন একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজনও করা হয়।
প্রসঙ্গত, শুধু কলকাতা নয় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র–এর পক্ষ থেকে বিশেষ অক্ষত চাল ও আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে। আবার ব্যক্তিগত উদ্যোগেও অনেক অনুষ্ঠান করা হয়েছে।