Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

kolkata

1 year ago

Kakdwip:ভোট পরবর্তী হিংসা, কাকদ্বীপে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর

Post-poll violence, BJP leader's house vandalized in Kakdwip
Post-poll violence, BJP leader's house vandalized in Kakdwip

 

কলকাতা, ১১ জুন : ভোট মিটলেও অশান্তি থামছেই না। কাকদ্বীপে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও মেয়েকে অপহরণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাকদ্বীপে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও তাঁর মেয়েকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই এলাকা থেকে শাসকদলের একটি বিজয় মিছিল যাচ্ছিল।

অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা রাজারাম প্রধান নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়। তাঁর বাড়ি ভাঙচুর করে। এমনকী তাঁর মেয়েকে অপহরণের হুমকি দেয়। যা নিয়ে আতঙ্কে পরিবার। অভিযোগ, ঘটনার নেপথ্যে গ্রাম পঞ্চায়েতেরই প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তাঁর স্বামী। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তিনি জানান, এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। আক্রান্ত বিজেপি কর্মী পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। এবিষয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!