kolkata

3 weeks ago

Jitendra Tiwari:খেললেন ফুটবল; আলাপচারিতা জনগণের সঙ্গে, আসানসোলে জনসংযোগ জিতেন্দ্রর

Jitendra Tiwari
Jitendra Tiwari

 

আসানসোল, ৮ এপ্রিল : আসানসোল লোকসভা কেন্দ্রের জন‍্য বিজেপি এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি। যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরী গায়ক পবন সিং-এর নাম আসানসোল কেন্দ্রের জন‍্যে নির্ধারিত হলেও, তিনি নিজে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি। তবে বিভিন্ন মন্দিরে যেমন পূজার্চনা করছেন, তেমনই নতুন করে জনসংযোগ ভিত্তি সুদৃঢ় করতে প্রায়শই নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এনআইএ বিতর্কের আবহে সোমবার সাত সকালেই জিতেন্দ্র তিওয়ারিকে তার অনুগামীদের সাথে কুলটি ক্লাব অঞ্চলে মনিংওয়ার্ক করতে দেখা যায়। সেখান থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান কুলটি গল্ফ গ্রাউণ্ড মাঠে।

এরপর সেখানে ফুটবল খেলোয়াড়দের সঙ্গে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। পরবর্তী ক্ষেত্রে গল্ফ গ্রাউণ্ড থেকে পায়ে হেঁটে উপস্থিত হন কুলটির রাণীতলায়। যেখানে তিনি চা পান করেন। একই সাথে স্থানীয় বাসিন্দাদেরর সঙ্গে সৌজন‍্য মূলক সাক্ষাৎ ও আলাপচারিতা করেন। এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাজনৈতিক ব‍্যক্তিরা যখনই জনগণের মধ‍্যে আসেন, তখনই তা জনসংযোগের আকার ধারণ করে। তবে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ, কুলটির মানুষ, এখানকার বাসিন্দারা তাঁর পরিবারের অংশ। তাদের সঙ্গে সাক্ষাৎ বা তাদের খোঁজখবর নিতে আসাটা কোনও রাজনৈতিক কর্মসূচি বা জনসংযোগ অভিযান নয়। পাশাপাশি এদিন এনআইএ বিতর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ‍্যের বিরোধী দলনেতা এবং দলের মুখ‍্য সচেতক, রাজ‍্য সভাপতি সবাই এই বিষয়ে বক্তব‍্য পেশ করেছে। তাই তার নিজের আর কিছু বলার নেই।

You might also like!