kolkata

2 weeks ago

Passengers fine one crore : অভাবনীয় সাফল্য, বিনা টিকিটের যাত্রীর কাছে এক কোটি টাকার বেশি জরিমানা

sealdah station (symbolic picture)
sealdah station (symbolic picture)

 

কলকাতা, ২৯ আগস্ট : বিনা টিকিটের যাত্রী সাধারণের কাছে জরিমানা আদায় এক কোটি টাকার বেশি, অভাবনীয় সাফল্য মিললো পূর্ব রেলের শিয়ালদহ শাখায়। চলতি মাসের প্রথম দিন থেকেই এই বিশেষ অভিযানে নামে শিয়ালদহ শাখা। ২০ আগস্ট পর্যন্ত রাজস্ব বাবদ ১.০৩ কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে। যা গত বছরের চেয়ে ১৩.৭৩% বৃদ্ধি পেয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই খবর জানিয়েছেন।

তিনি আরও বলেন, ৪০ হাজারের কাছাকাছি বিনা টিকিটের যাত্রীদের পাশাপাশি বৈধ টিকিট ছাড়া যাত্রা করতে গিয়েই টিকিট পরীক্ষকদের কাছে হাতেনাতে ধরা পড়ে। এই পরিমাণ রাজস্ব আদায়ের জন্য সংশ্লিষ্ট রেল কর্মীদের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। নিয়মিত ভাবে ওই শাখায় টিকিট পরীক্ষার কিজ চলে। যাত্রী সাধারণের কাছে ভারতীয় রেলের সমস্ত রকম টিকিট পরিষেবার কথাও সচেতনতার জন্য ভারপ্রাপ্ত আধিকারিকরা অবগত করে থাকেন। অফলাইন ও অনলাইনে টিকিট কাটার সুবিধা রয়েছে।

You might also like!