kolkata

1 week ago

Online scam: পুজো শপিং-এ বিপুল ছাড়ের টোপ দিয়ে জালিয়াতি

Online Shopping Scam (Symboli Picture)
Online Shopping Scam (Symboli Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর আগে শহরবাসীকে সতর্ক করল লালবাজার সাইবার সেল। কখনও বলা হচ্ছে, নামী সংস্থার প্রসাধনী মিলবে নামমাত্র দামে। কখনও বা দেওয়া হচ্ছে বিপুল অঙ্কের শপিং কুপন জেতার টোপ! পুজোর আগে আমজনতাকে ঠকিয়ে টাকা লুট করতে এমন সব ফন্দি নিয়েই মাঠে নেমেছে জালিয়াতেরা। ইতিমধ্যেই প্রতারণার এমন বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। সেই কারণে অপরিচিত কোনও ওয়েবসাইট থেকে কেনাকাটার আগে সতর্ক হওয়ার কথা বলছেন সাইবার বিশেষজ্ঞেরা।

বিদ্যুতের বিল না মেটালে সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে বা নামী চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়ার নামে প্রতারণার বিস্তর অভিযোগ কয়েক বছরে জমা পড়েছে পুলিশে। সেই সমস্ত ঘটনা গোচরে আসতেই সাধারণ মানুষকে বার বার সতর্ক হতে বলেছেন পুলিশকর্তারা। পুলিশ তথা সাইবার বিশেষজ্ঞদের লাগাতার প্রচারে খানিক ‘সতর্ক’ আমজনতাকে ফাঁদে ফেলতে তাই পুজোর মুখে কেনাকাটার টোপ দিচ্ছে জালিয়াতেরা। পুলিশি সূত্রের খবর, কেনাকাটায় মোটা ছাড়ের সুযোগ নিতে গিয়ে টাকা খোয়ানোর কয়েকটি ঘটনা ইতিমধ্যেই নজরে এসেছে। শুরু হয়েছে তদন্তও।

অনেক ক্রেতাই অনলাইন শপিং করতে পছন্দ করেন এই ধরনের ক্রেতাদের ‘টার্গেট’ করছে সাইবার প্রতারকেরা। বিপুল, অস্বাভাবিক ছাড়ের কথা বলে ছড়ানো হচ্ছে প্রতারণার জাল। সাইবার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, একাধিক ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে নামী সংস্থার জিনিসে বিপুল ছাড়ের কথা বলে বিভিন্ন লিঙ্ক দেওয়া হচ্ছে। তাতে ক্লিক করলেই সর্বস্ব খোয়ানোর ঘটনা ঘটছে। শপিং কুপন জেতার নাম করেও এই চক্র প্রতারণা চালাচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। আরও জানাচ্ছেন, পুজোর আগে যে হেতু কেনাকাটার পরিমাণ বাড়ে, তাই একাধিক ভুয়ো ওয়েবসাইটকে গুগলের সার্চ ইঞ্জিনের সামনের সারিতে নিয়ে এসে প্রতারণা সংঘটিত করছে জালিয়াতেরা।

লালবাজার জানিয়েছে, পুজোর কেনাকাটা বা মোটা ছাড়ের নামে প্রতারণার ঘটনা আটকাতে তারাও সক্রিয়। মানুষকে সচেতন করার উপরেও জোর দেওয়া হচ্ছে। এক পুলিশকর্তা বলছেন, ‘‘সাইবার প্রতারকেরা প্রতারণার ভোল পাল্টায়। তাদের আটকাতে পুলিশের তরফেও প্রতিটি অভিযোগের তদন্ত করা হয়। পুজোর আগে সচেতনতার কর্মসূচিও চালু রাখা হয়েছে।’’

You might also like!