kolkata

10 hours ago

Fake Aadhaar Card : একই আধার নম্বরে ভিন্ন পাসপোর্ট তৈরির চেষ্টা, ধৃত এক

passport fraud case (Symbolic picture)
passport fraud case (Symbolic picture)

 

বাগুইআটি, ১৩ মার্চ : একটিই আধার নম্বর ব্যবহার করে একাধিক নামে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ। জালে বাগুইআটির বাসিন্দা। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। জানা গেছে, ধৃতের বাড়ি বাগুইআটির জ্যাংড়ায়। অভিযোগ, নিজের আধার নম্বর ব্যবহার করে ভিন্ন নামে পাসপোর্ট তৈরির চেষ্টা করে সে। শুধু তাই নয়, বিভিন্ন জাল নথি নিয়ে পাসপোর্ট বানিয়ে দিত এই ব্যক্তি, এমনই দাবি তদন্তকারীদের। উল্লেখ্য়, জানুয়ারি মাসে চন্দননগর কমিশনারেট জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে আরও তিনজনকে গ্রেফতার করেছিল। এই ব্যক্তি তাদেরই এজেন্ট হিসেবে কাজ করত বলে সূত্রের খবর। ধৃতদের জেরা করে বাগুইআটির এই ব্যক্তির হদিশ মেলে। সেই সূত্র ধরেই এদিন ভদ্রেশ্বর থানার পুলিশ শিয়ালদহ থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে।

You might also like!