kolkata

4 weeks ago

KMC: বেআইনি নির্মাণ রুখতে নয়া নিয়ম কলকাতা পুরসভার! ১৫ দিন অন্তর রিপোর্ট পেশের নির্দেশ

New rules to prevent illegal construction of Kolkata Municipality!
New rules to prevent illegal construction of Kolkata Municipality!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য ঘটে যাওয়া গার্ডেনরিচকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছাড়ায় গোটা শহর কলকাতাজুড়ে। এই পরিস্থিতিতে বেআইনি নির্মাণ রুখতে নয়া পদক্ষেপ কলকাতা পুরসভার। দায়িত্ব বাড়ছে এলবিএস ও অর্কিটেক্টদের। এবার নথিভুক্ত এলবিএস ও অর্কিটেক্টদের বাড়তি দায়িত্ব দিচ্ছে কেএমসি। এই বিষয়ে বিল্ডিং বিভাগ সূত্রে খবর, এবার থেকে কোনও নির্মাণ শুরু হলে তা নিয়ে ১৫ দিন অন্তর রিপোর্ট পেশ করতে হবে সংশ্লিষ্ট এলবিএস এবং অর্কিটেক্টকে। এমনকী এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হবে পুর-কর্তৃপক্ষের তরফে। এক্ষেত্রে আরও সিদ্ধান্ত হয়েছে যে, চারতলা নয়, পুরসভার প্রাথমিক অনুমোদন না নিয়েই এলবিএস কিংবা আর্কিটেক্টের অনুমতিক্রমে তিনতলা পর্যন্ত করা যাবে নির্মাণ।

এতদিন পর্যন্ত কলকাতা পুরসভার নথিভুক্ত এলবিএস বা অর্কিটেক্টদের তৈরি করে দেওয়া নকশা মেনে চারতলা পর্যন্ত (১২.৫ মিটার উচ্চতাসম্পন্ন) বাড়ি নির্মাণ করা যেত। পরে সংশ্লিষ্ট বাসিন্দার 'সেল্ফ ডিক্লিয়ারেশন'-এর ভিত্তিতে চূড়ান্ত অনুমোদন দিত কেএমসি। তবে নতুন যে নিময় আসছে, তাতে নয়া নিয়মে চারতলা নয়, তিনতলা (১০ মিটার উচ্চতা) পর্যন্ত কোনও নির্মাণের ক্ষেত্রে মিলবে এই সুবিধা। অর্থাৎ, পুরসভার অনুমোদন ছাড়াই এলবিএস বা আর্কিটেক্টের অনুমোদিত নকশার ভিত্তিতে তিনতলা পর্যন্ত বাড়ি তৈরি করা যাবে। এক্ষেত্রে পুরসভা সূত্রে জানা গিয়েছে, ছোট বাড়ি নির্মাণের ক্ষেত্রে যে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ছিল, তা কাটানোর জন্যই গত বছর চারতলা পর্যন্ত নির্মাণের ক্ষেত্রে নিয়মটি আনা হয়েছিল। কিন্তু এবার তাতে পরিবর্তন আনা হচ্ছে।

এবার প্রশ্ন হচ্ছে নতুন এই নিয়মের প্রয়োজন কেন পড়ল? পুরসভা সূত্র খবর, চারতলার ক্ষেত্রে এলবিএসদের অনেকেই নিমরাজি ছিলেন। বিল্ডিং বিধিতে ওই পরিবর্তনের ফলে তাঁদের দায়িত্ব বেশকিছুটা বেড়ে গিয়েছিল। কারণ কোনও নির্মাণ পরবর্তীকালে আইনি জটিলতায় পড়লে সংশ্লিষ্ট এলবিএস কিংবা আর্কিটেক্টকে তার দায়ভার নিতে হত। এবার তাই নিয়মে পরিবর্তন এনে চারতলার জায়গায় তিনতলা পর্যন্ত নির্মাণে ছাড়পত্র দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে তাঁদের। সেক্ষেত্রে তিনতলা পর্যন্ত বাড়ি নির্মাণের অনুমোদনের জন্য কর্তৃপক্ষের সবুজ সংকেতের অপেক্ষায় বসে থাকতে হবে না। নির্মাণের প্রাথমিক অনুমোদন দিতে পারবেন এলবিএস ও আর্কিটেক্টরাই। যদিও চূড়ান্ত অনুমোদন অবশ্য দেবে পুরসভাই।

প্রসঙ্গত, কলকাতার গার্ডেনরিচ এলাকায় সম্প্রতি ভেঙে পড়ে একটি বেআইনি বিল্ডিং। সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা শহরজুড়ে। এবার দেখা গেল বেআইনি নির্মাণ রুখতে ও বিল্ডিংয়ের অনুমোদনের ক্ষেত্রেও নয়া নিয়মের পথে কলকাতা পুরসভা।

You might also like!