kolkata

10 months ago

Subhendur's case against Abhishek: বিনা অনুমতিতে জাতীয় সড়কে মিছিল, অভিষেকের বিরুদ্ধে মামলা শুভেন্দুর

(BJP Leader )Shuvendu Adhikari , Abhishek Banerjee (TMC Leader )
(BJP Leader )Shuvendu Adhikari , Abhishek Banerjee (TMC Leader )

 

কলকাতা, ২৫ মে : অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

চলতি মাসে ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ শুভেন্দুবাবুর। তাঁর আইনজীবীর বক্তব্য, জাতীয় সড়ক আইন বলছে, অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না।

গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদহে। এর পরে ওই জাতীয় সড়ক দিয়েই মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ঢোকেন তিনি। এই পর্বে একাধিক জায়গায় তিনি জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে বিজেপির অভিযোগ।

আগামী ৭ জুন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবীর তরফে হাই কোর্টে এই মামলা দায়ের করা হয়।

You might also like!