kolkata

10 months ago

Mamata Banerjee News: আজ দিল্লিতে পারি দেবেন মমতা! নিরাপত্তার স্বার্থে কৈখালির কাছে মেট্রোর কাজ বন্ধ করতে তৎপর পুলিশ

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে পারি দিচ্ছেন। রাজধানীতে 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে আগামীকাল। সেকারণেই আজ সন্ধ্যার বিমানে দিল্লি যাওয়ার কথা তাঁর। মঙ্গলবার সন্ধ্যায় আবার রাজ্যে ফিরবেন তিনি। মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য দুদিনই ব্যাবহার করা হবে ভিআইপি রোড।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই দুই সময় কৈখালির কাছে মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে চায় পুলিশ। এই মর্মে হাইওয়ে ডিভিশনকে চিঠিও দিয়েছে বিধাননগর পুলিশ। সেই চিঠিতে বলা হয়েছে, কৈখালি ও হলদিরামের কাছে ভিআইপি রোডের উপরে মেট্রোর কাজ সোমবার দুপুর ১২টা থেকে এবং মঙ্গলবার দুপুর ২টো থেকে মুখ্যমন্ত্রী ওই এলাকা পার হওয়া পর্যন্ত বন্ধ রাখা হোক। সেই মতো ব্যবস্থাও করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, নিজের দিল্লি সফরের কথা গত শুক্রবারই ধরনা মঞ্চ থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বলেন, 'এক দিনের জন্য দিল্লি যেতে হবে, রাজনীতির জন্য নয়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ওঁরা নাকি একটা কমিটি করেছে, তারা আমাকে মতামত জানাতে ডেকেছে, তাই ৫ তারিখে সন্ধ্যায় যাব, ৬ তারিখে বেলা ২টোয় মিটিং করব, সন্ধেয় ফিরে আসব, কারণ ৮ তারিখ বাজেট আছে।'

আর মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার সূচি নির্ধারিত হতেই, সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়। আর তারই পদক্ষেপ স্বরূপ মুখ্যমন্ত্রীর যাতায়াতের সময় মেট্রোর কাজ বন্ধ রাখার জন্য পুলিশের তরফে চিঠি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, সম্প্রতি বর্ধমানে মুখ্যমন্ত্রীরের প্রশাসনিক সভার দিন, তাঁর কনভয়ের মধ্যে হঠাৎই একটি গাড়ি ঢুকে পড়ায়। যার জেরে জরুরি ব্রেক কষতে হয় মুখ্যমন্ত্রীর গাড়ির চালককে। তারপরেই দেখা যায় কপালে রুমাল চেপে ধরে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত তাঁর গাড়ি কলকাতার উদ্দেশ রওনাও দেয়। সেদিন ফিরেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,'জোর বেঁচে গিয়েছি, মরেই যেতাম।'


You might also like!