কলকাতা, ২৮ আগস্ট : উত্তর কলকাতার শ্যামবাজারে বনধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। তাঁদের নেতৃত্বে পথ অবরোধ শুরু করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামলাতে পুলিশ তাঁদের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যান। বনধের সমর্থনে সল্টলেকে বিজেপির একটি কর্মসূচি শুরু করতেই পদক্ষেপ করে পুলিশ। সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন এলাকা থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে, টালা সেতুর উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা।