kolkata

1 day ago

Kunal Ghosh on CPIM campaigns : প্রচারে অন্যের ছবি ব্যবহার নিয়ে কুণালের কটাক্ষ

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ১৭ এপ্রিল : প্রচারে অন্যের ছবি ব্যবহার করা নিয়ে এক্সবার্তায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার বেশি রাতে তিনি লিখেছেন, “কী জ্বালা! একবার এসইউসি বলছে সিপিএম তাদের ছবি নিজেদের প্রচারে কাজে লাগাচ্ছে। একবার বিজেপি বলছে ওদের কীসব কর্মসূচি সিপিএম নাকি নিজেদের বলে চালিয়েছে। শূন্যের ধাক্কা মুছতে এর ওর ছবি নিয়ে প্রচার! বাংলার উন্নয়ন পরিকাঠামোর ছবি বিজেপি সরকার টুক করে নিজেদের মত চালিয়ে একাধিকবার দেউলিয়াপনার পরিচয় দিয়েছে। এবার দেখছি সিপিএম সভা, বিক্ষোভের ছবিও অন্যের থেকে নিয়ে নিজেদের বলে চালাচ্ছে।”

You might also like!