kolkata

1 year ago

Kolkata Municipal Corporation : কলকাতা পুরসভার প্রত্যেক বরোয় চালু হচ্ছে ‘বাংলা সহায়তা কেন্দ্র’ ! জেনে নিন কী এই প্রকল্প

KMC to provide every services in online medium
KMC to provide every services in online medium

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের বহুক্ষেত্রেই অনলাইন নানা পরিসেবার সুবিধা পেয়ে থাকে সাধারন মানুষ। কলকাতা কে ‘স্মার্ট সিটি’ রুপে গড়ে তুলতে মমতা ব্যানার্জী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সে বিষয়ে নতুন চিন্তা ভাবনা করছেন প্রতিনিয়ত। এবিপি গোষ্ঠী আয়োজিত ইনফোকমের মঞ্চে শনিবার ‘স্মার্ট সিটি’ শীর্ষক বিষয়ে বলতে গিয়ে মেয়র জানান, কলকাতাকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে বর্তমান সরকার একাধিক পদক্ষেপ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছায় অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পেতে সারা রাজ্যের পাশাপাশি কলকাতা পুরসভার প্রত্যেক বরোয় ‘বাংলা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে। অনলাইন পরিষেবা প্রসঙ্গে মেয়র বলেন, ‘‘কলকাতাবাসী যাবতীয় পুর পরিষেবায় অনলাইন সুবিধা পাবেন। নাগরিকদের আর কলকাতা পুরসভায় আসতে হবে না। এর ফলে হয়রানি এবং দুর্নীতি কমবে।’’ 

ধাপার জঞ্জাল সরিয়ে সেখানে খেলার মাঠ বানানো এবঙ্গ নিউ টাউনের আরো সৃজন বৃদ্ধির ও প্রতিশ্রুতি দেন ফিরহাদ হাকিম।তিনি আরো বলেন ‘‘নিউ টাউনকে পরিবেশগত ভাবে সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। সেখানে যেমন প্রচুর গাছ লাগানো হয়েছে, তেমনই বিদ্যুৎচালিত যান চলাচলের সুবিধায় ২৫টি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। বৈদ্যুতিক যানবাহন বাড়লে ধোঁয়ার দূষণ কমবে।’’

 স্মার্ট সিটির ধারণা কার্যকরকরতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসার আবেদন জানান মেয়র।


You might also like!