Country

2 weeks ago

BRS leader blasts BJP:২৩ এপ্রিল পর্যন্ত কে কবিতার বিচারবিভাগীয় হেফাজত, বিজেপিকে তোপ বিআরএস নেত্রীর

BRS leader blasts BJP
BRS leader blasts BJP

 

নয়াদিল্লি, ১৫ এপ্রিল : আপাতত হাজতেই থাকতে হবে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতাকে। আবগারি দুর্নীতিতে সিবিআই-এর মামলায় কে কবিতাকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আবগারি মামলায় খুব সম্প্রতি কে কবিতাকে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি সিবিআই হেফাজতেও ছিলেন।

হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার সকালে কে কবিতাকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। বিআরএস নেত্রীকে ১৪-দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর জন্য আদালতে আবেদন জানায় সিবিআই। যদিও, কে কবিতাকে ২৩ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এদিন ফের একবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কবিতা। তিনি বলেছেন, "এটা সিবিআই হেফাজত নয়, এটা বিজেপির হেফাজত। বিজেপি বাইরে যা বলছে, ভিতরে সিবিআই তা-ই বলছে, দুই বছর ধরে শুধু জিজ্ঞাসা করেই যাচ্ছে, নতুন কিছু নয়।"

You might also like!