কলকাতা, ৮ মার্চ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল যাদবপুর থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যাদবপুরে অশান্তির ঘটনার যে তথ্য তাঁর কাছে আছে, সেগুলি নিয়ে যেতে বলা হয়েছে সৃজনকে। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত বেশ কিছু ছবি এবং ভিডিয়ো দেখিয়েছিল এসএফআই। সৃজনও সেখানে ছিলেন। তার পরেই তাঁকে তলব করা হল। এসএফআই সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ যাবতীয় তথ্য নিয়ে সৃজন যাদবপুর থানায় যাবেন।