kolkata

1 year ago

SSC Scam : নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশে কমিশনকে নির্দেশ হাইকোর্টের

SSC Scam
SSC Scam

 

কলকাতা, ৩০ নভেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার স্কুল সার্ভিস কমিশনকে বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা দিতে নির্দেশ দিল আদালত। ওই তালিকা প্রকাশ করতে হবে বৃহস্পতিবারের মধ্যে। এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে ১৮৩ জন শিক্ষকের নাম পেয়েছেন তদন্তকারীরা। এরা ভুয়ো।

স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওই ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, নিয়োগ দুর্নীতির সমাধান না করে রাজ্য সরকার কীভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন বিচারপতি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিচারপতি নির্দেশ দেন, নবম ও দশম শ্রেণিতে বেআইনিভাবে কতজনকে নিয়োগ করা হয়েছে তার তালিকা দিতে হবে। এ নিয়ে কোনও টালবাহানা নয়। দেরি করা যাবে না। কারণ দুর্নীতির কারণে মেধাবীরা চাকরি পাননি। তাদের চাকরি দিতে হবে। খুব তাড়াতাড়ি করতে হবে। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করা হবে।

You might also like!