kolkata

1 year ago

Sukanta Majumdar : সুকান্তর মেয়ের হাতেখড়িতে ট্রলি-ভর্তি উপহার পাঠালেন রাজ্যপাল

Sukant Majumder
Sukant Majumder

 

কলকাতা ও বালুরঘাট, ২৬ জানুয়ারি : আজ সরস্বতী পুজোয় হাতেখড়ি হল পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কনিষ্ঠ কন্যার । সুকান্ত-কন্যার হাতেখড়ির জন্য উপহার পাঠালেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুকান্তর মেয়ের হাতেখড়িতে ট্রলি-ভর্তি উপহার পাঠালেন রাজ্যপাল।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছোট মেয়ে শ্রীময়ী মজুমদার। বয়স সাড়ে তিন বছর। এদিন বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতার কন্যার হাতেখড়ি ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। সেই সময়েই রাজভবন থেকে এক আধিকারিক পৌঁছে যান সুকান্তর বালুরঘাটের বাড়িতে। শ্রীময়ীর জন্য রাজ্যপালের পাঠানো উপহার তুলে দেন সুকান্তর হাতে। এক ট্রলি ভর্তি উপহার। সুকান্ত কন্যার জন্য মিষ্টি, স্লেট-পেন্সিল, কিছু বই ও অন্যান্য পড়ার সামগ্রী পাঠানো হয়েছে রাজভবন থেকে। পাশাপাশি উপহারের ঝুলিতে রয়েছে বেশ কিছু খেলনাও। রাজ্যের সাংবিধানিক প্রধান একজন পণ্ডিত মানুষ। অতীতে আইএএস অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। হাতেখড়ির দিনে মেয়ের জন্য রাজ্যপালের আশীর্বাদ আসায় খুশি বঙ্গ বিজেপির সভাপতিও। বললেন, ‘আশা করি ওনার আশীর্বাদে আমার মেয়ের আগামী জীবন ভাল হবে এবং মানুষের মতো মানুষ হবে।”

প্রসঙ্গত, বাংলা ভাষা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ রাজভবনে তাঁর হাতেখড়ি হওয়ার কথাও রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে উপস্থিত থাকারও কথা। আর এই নিয়েই জোর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। চলছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। আর এরই মধ্যে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ছোট মেয়ের হাতেখড়ির জন্য রাজভবন থেকে পাঠানো হল উপহারের ঝুলি।


You might also like!