kolkata

1 week ago

Education Minister Bratya Bose:কলেজে ভরতিতে অনলাইন পোর্টাল নিয়ে আশ্বাস শিক্ষামন্ত্রীর

Education Minister Bratya Bose
Education Minister Bratya Bose

 

কলকাতা  : ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া যে চালু করা হবে, তা আগেই জানিয়েছিল সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল শিক্ষা দফতর। তবে সেখানে কবে থেকে এটি চালু হতে চলেছে, তা বলা নেই। ফলে গত বছরের মত এবারেও অনিশ্চয়তায় কাটাচ্ছে বিপুল পরিমাণ শিক্ষার্থী। শনিবার তাঁদের আশ্বস্ত করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সরকারি সূত্রের দাবি, নির্বাচনের জন্য এই পোর্টালের উদ্বোধন আটকে ছিল। নির্বাচন মিটে যাওয়ার পরেই এই বিষয়ে তৎপর হয়েছে শিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, মঙ্গলবার এই পোর্টাল উদ্বোধন হতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি ।

গত ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করে সংসদ। বিভিন্ন রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের মুখে। এই আবহে কলেজ ভর্তির পোর্টাল চালুর অপেক্ষায় রয়েছে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা। শনিবার একটি শিক্ষা মেলায় এসে শিক্ষামন্ত্রী জানান, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা শেষ পর্যায়ে চলছে। আশা করছি উনি খুব শীঘ্রই সবুজ সংকেত দিয়ে দেবেন৷ সবুজ সংকেত পেলেই উদ্বোধন হয়ে যাবে। আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে হবে৷”

প্রসঙ্গত, কিছু মাস আগেই টেস্টিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এই পোর্টালের। সেই টেস্টিংয়ে এখনও পর্যন্ত সবকিছুই ইতিবাচক। মূলত এই পোর্টালের মাধ্যমে সমস্ত সরকারি এবং সরকার পোষিত কলেজগুলিতে পড়ুয়াদের জন্য কতগুলো সিট আছে, তা জানা যাবে৷ পাশাপাশি ভর্তির ফি ও আবেদন পত্র জমা দেওয়া যাবে।

মূলত, কলেজে ভর্তির যে কারচুপি হয়, সেই অভিযোগে লাগাম দিতেই এই প্রয়াস শিক্ষা দফতরের। এই পোর্টালের মাধ্যমে একসঙ্গে ২৫টি আবেদন করা সম্ভব হলে বিকাশ ভবন সূত্রের খবর। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে, তার জেরে পড়ুয়াদের খুব একটা সমস্যা হবে না বলেই জানিয়েছে শিক্ষা দফতর।

You might also like!