kolkata

1 month ago

Mamata Banerjee:মেটিয়াবুরুজে বহুতল ভেঙে মৃত্যুতে ব্যথিত মমতা, ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৮ মার্চ : দক্ষিণ কলকাতার গার্ডেনরিচের ৫-তলা নির্মীয়মান বহুতল ভেঙে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, "শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি আমরা।" মেটিয়াবুরুজের যে স্থানে রবিবার মধ্যরাতে বহুতল ভেঙে পড়ে, সোমবার সকালে সেখানে যান মমতা। সেখানে উদ্ধারকাজ খতিয়ে দেখেন তিনি, কথা বলেন আধিকারিকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে দেখা করেছেন।

সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মমতা। গাড়ি থেকে নেমে সরু গলি দিয়ে বেশ খানিকটা হেঁটে ঘটনাস্থলে যান তিনি। গার্ডেনরিচে গিয়েছেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়ও। রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়াল।

ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন, ‘‘এটা খুব ঘিঞ্জি এলাকা। মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন। প্রোমোটারদের একাংশ বেআইনি ভাবে বাড়ি তৈরি করেন। তার আগে ভাবা দরকার, আশপাশে যাঁরা আছেন, তাঁদের যাতে ক্ষতি না হয়। আমি শুনলাম, প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি। এখন রমজান মাস চলছে। সকলে উপোস করে থাকেন। তা-ও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। স্বাথ্য দফতর, দমকল, পুলিশ, কাউন্সিলর সারা রাত ধরে কাজ করেছেন।’’

গার্ডেনরিচের ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণও। সোমবার সকালে মমতা এ বিষয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।’’


You might also like!