Country

1 week ago

Dead Bodies: আমবাসার ঘণ্টাছড়া এলাকায় উদ্ধার দুই কিশোরের মৃতদেহ, চাঞ্চল্য

The dead bodies of two teenagers were recovered in the area of Ambasa
The dead bodies of two teenagers were recovered in the area of Ambasa

 

আমবাসা (ত্রিপুরা), ১৯ এপ্রিল: পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের দিন সকালে ধলাই জেলার অন্তর্গত আমবাসা থানাধীন কুলাইয়ের ঘণ্টাছড়া এলাকয় দুই কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দুই কিশোরকে জেমস মলসম এবং বিকাশ রিয়াং বলে শনাক্ত করা হয়েছে। তাদের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে, দুই কিশোরকে খুন করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার সকাল সাতটা নাগাদ স্থানীয় জনগণ ওই দুই যুবকের মৃতদেহ দেখে খবর দেন আমবাসা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। মৃত দুই নাবালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।

কুলাই ঘণ্টাছড়া আইচোপ্রহর কলোনির বৃন্দা জয়পাড়ার বাসিন্দা জেমস মলসম ও বিকাশ রিয়াং বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাঙ ধরার জন্য ওই এলাকায় যায়। কিন্তু গভীর রাত হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে যায়নি। শুক্রবার সকালে উদ্ধার হয় তাদের মৃতদেহ।

স্থানীয় জনৈক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার লোকজন শেষবারের মতো জেমস মলসম ও বিকাশ রিয়াংকে দেখেছিলেন। তখন তারা এলাকার লোকজনদের নাকি বলেছিল, তারা ব্যাঙ ধরতে যাচ্ছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই নাবালককে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়েছে।

এদিকে জোড়া মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক টিমকে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। তল্লাশি চালানো হয় ঘটনাস্থলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান, দুই নাবালকের মৃতদেহ শনাক্ত করেছেন পরিবারের লোকজন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কিছু ক্লু পাওয়া গেছে। প্রাথমিক স্তরে ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

মৃত জেমস মলসম ও বিকাশ রিয়াং-এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।

You might also like!