kolkata

2 days ago

Kunal Ghosh: “কমরেড এখন রামরেড”, কটাক্ষ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ১৬ এপ্রিল : “সিপিএমের মিছিলে যাচ্ছেন দেখলেই বুঝবেন বিজেপির ভোটার।” বুধবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “জেনে রাখুন, সিপিএমের ব্রিগেডে যাঁরা যাবেন, তাঁরা বিজেপিকে ভোট দেবেন। মুখে শুধু বাতেলা। ওটা লোকদেখানো। ৯৯% কমরেড এখন রামরেড। ভোটের অঙ্ক সেকথাই বলছে। আবার মিলিয়ে নেবেন।” এর আগে, মঙ্গলবার বেশি রাতে তিনি পৃথক এক্সবার্তায় লিখেছেন, “সিপিএম নাকি ব্রিগেড ডেকেছে। যে কজন যাবেন, লাল পতাকা হাতে হাঁটবেন, যাঁদের ছবি দেখিয়ে কদিন ফেসবুকে হাঁকডাক করবেন ওঁরা; তাঁদের অধিকাংশই তো ব্রিগেড থেকে ফিরে ভোটের সময় বিজেপিকে ভোট দেবেন। সেই কারণেই তো সিপিএমের ভোট ৫%এ নেমেছে, বিজেপি তার সুবিধে নিয়েছে। ব্রিগেডে সিপিএমের সভা মানে বকলমে বিজেপির ভোটারদের পিকনিক। ব্রিগেডের মঞ্চের লম্ফঝম্ফ আর ভোটের % তো আগেও মেলেনি। আবার ২০ তারিখের নাটক। সিপিএমের সভায় ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। মাঝখানে শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় বাতেলাবাজির প্রচার।”

You might also like!