kolkata

1 year ago

B C Roy Hospital : মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, 'রেফার'-এর বলি হল অসুস্থ শিশু

Child Death
Child Death

 

কলকাতা, ২৪ মার্চ : দূরবর্তী হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে রেফার করা হলে, অনেক ক্ষেত্রে পথেই শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সেই আশঙ্কাই সত্যি হল। শুক্রবার ’রেফার’-এর বলি হল অসুস্থ এক শিশু।

বসিরহাটের বদরতলা থেকে ছ’দিনের এক শিশুকে পাঠানো হয়েছিল কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে। জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভুগছিল ওই শিশু। কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর আগে মাঝপথেই মৃত্যু হল সদ্যোজাতর। শুক্রবার দুপুরে একরত্তিকে নিয়ে যখন তার পরিজনরা বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছান, ততক্ষণে সব শেষ।

রোগী স্থানান্তরে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী।জেলার স্থানীয় হাসপাতালগুলিতে যাতে শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর জন্য প্রয়োজনে টেলিমেডিসিন পরিষেবা ব্যবহার এবং চিকিৎসকদের সঙ্গে কনসাল্ট করার পরামর্শও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের একটি বড় অংশও মুখ্যমন্ত্রীর সুরে ‘রেফার’ নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছিলেন। কিন্তু এ সবই যে কেবল মুখের কথায় রয়ে গেছে, শুক্রবারের শিশুমৃত্যু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

You might also like!