kolkata

1 year ago

WB H.S Examination : বদল হচ্ছে উচ্চমাধ্যমিকের নিয়মে, কেমন হচ্ছে পরীক্ষার নিয়ম? জেনে নিন

Changes in the rules of WB H.S Examination (Symbolic Picture)
Changes in the rules of WB H.S Examination (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে আসতে পারে বড়ো বদল। সিবিএসই-র আদলেই উচ্চমাধ্যমিকেও চালু হতে পারে সেমেস্টার প্রক্রিয়া।এই মর্মে স্কুল শিক্ষাদপ্তরকে প্রস্তাব পাঠাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

উচ্চমাধ্যমিক  হবে দু’ভাগে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর মাসে। দ্বিতীয় দফা হবে মার্চ মাসে। নভেম্বরের পরীক্ষাটি হবে ওএমআর শিটে। প্রশ্ন হবে এমসিকিউ  পরের দফাটি হবে এসএকিউ  এবং বর্ণনাধর্মী প্রশ্নোত্তরে। দুই পরীক্ষার ফলাফলের গড় নিয়ে তৈরি হবে মার্কশিট। তবে লতি শিক্ষাবর্ষ থেকে নয়, ২০২৪ সালে যারা একাদশ শ্রেণিতে উঠবে তাঁরাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই সেমেস্টার প্রক্রিয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে।

উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের নয়া শিক্ষানীতিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার প্রক্রিয়া চালুর সুপারিশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই প্রক্রিয়া চালু হতে পারে। তবে সিবিএসই-র ক্ষেত্রে দুটির মধ্যে যে সেমেস্টারের ফল ভালো হয়, সেটাই চূড়ান্ত রেজাল্টে থাকে। কিন্তু উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে দু’টি সেমেস্টারের গড় করে রেজাল্ট তৈরি হবে।


You might also like!