kolkata

1 day ago

Kunal Ghosh : দলের আপত্তি কি বাধ সাধতে পারে দিলীপের বিবাহ-অনুষ্ঠান, প্রশ্ন কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা : শাসক শিবিরকে এক ইঞ্চিও জমি ছাড়েন না। চোখা চোখা ভাষায় সবসময় আক্রমণ শানান। সেই ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষই নাকি ভাসছেন প্রেমের জোয়ারে। রাত পোহালে নাকি ঘরোয়া পরিবেশে কলকাতায় হবে তাঁর ঘর বাঁধার অনুষ্ঠান। কিন্তু এ নিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েও ‘দলের আপত্তি’-র কথা লিখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

প্রজাপতির ছোঁয়ায় এবার রঙিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মন দেওয়া নেওয়ার পর সংসার পাততে চলেছেন দিলীপ ঘোষ।  কুণাল এ ব্যাপারে লিখেছেন, “সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা।”এর কিছুক্ষণ বাদে কুণাল এক্সবার্তায় লেখেন, “দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।”

You might also like!