kolkata

1 week ago

changed the hearing schedule of HC : কলকাতা হাইকোর্টে বদল হল বিচারপতিদের শুনানীর সূচী

Kolkata HC (File Picture)
Kolkata HC (File Picture)

 

কলকাতা: কলকাতা হাইকোর্টে কোন বিচারপতি কোন বিষয়ের মামলা শুনবেন তার শুনানীর সূচী (রোস্টার) প্রকাশ হল বৃহস্পতিবার। একই রাখা হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়।

সূত্রের খবর, প্রাথমিক মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। পঞ্চায়েত বিষয়ক মামলার দায়িত্ব বিচারপতি শম্পা সরকারের। তবে, অভিযোগকারীর কাজ থেকে গেলে তা বিচারপতি অমৃতা সিনহার কাছে চলে যাবে। বিচারপতির সিনহার কাছে পুরসভার মামলাগুলোও থাকবে।

You might also like!