কলকাতা, ১৮ এপ্রিল : বৃহস্পতিবার গভীর রাতে বিজেপির নেতা মনোরঞ্জন জোতদারের বাড়িতে হামলার অভিযোগ উঠল। সোনারপুর পৌরসভার চাঁদমারি এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে একের পর এক পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, সে সময় বাড়িতে ছিলেন মনোরঞ্জন জোতদার, তাঁর স্ত্রী এবং ছেলে। হঠাৎ করে এ রকম হামলার ঘটনায় আতঙ্কে রয়েছে তাঁর পরিবার। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।