Breaking News
 
CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী Most sixes in a T20 match record:৫২৩ রান ও ৩৮ ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচ দেখালো আইপিএল

 

kolkata

1 year ago

Asansol municipal by-elections clash : পুরসভার উপনির্বাচন ঘিরে উত্তপ্ত আসানসোল, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

Asansol municipal by-elections clash
Asansol municipal by-elections clash

 

আসানসোল, ২১ আগস্ট : বনগাঁর পর এবার পুরসভার উপনির্বাচন ঘিরে সংঘর্ষের খবর এল পশ্চিম বর্ধমান থেকেও। রবিবার পুরসভার উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল।এদিন তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আসানসোল পুর নিগমের ছয় নম্বর ওয়ার্ডে উপনির্বাচন চলছে রবিবার। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আসানসোলের জেকে নগর মোড় এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপরে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা জমায়েত করেছিলেন। সেই সময় তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে জোড়াফুল শিবিরের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি কর্মীরা ‘বহিরাগত’ বলে দাবি করে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’পক্ষকে সরানোর চেষ্টা করে। এর মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির অভিযোগ, বাবলু পাসওয়ান নামে তাদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। ঘটনাস্থলে আরও পুলিশ যায়। দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সময় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পুলিশের উদ্দেশে বলেন, ‘‘পুলিশ বীরভূমের গুন্ডাদের পাহারা দিয়ে ঢোকাচ্ছে। ভোট লুট করতে সাহায্য করছে। তৃণমূলের দালাল পুলিশ। আপনারা সাবধান হয়ে যান।’’ এ নিয়ে তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার অবশ্য দাবি, ‘‘লক্ষ্মণ ঘোড়ুই দুর্গাপুর থেকে বহিরাগতদের নিয়ে এসে জমায়েত করেছিলেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার সময় লাঠিচার্জ করেছে। আমি এ সব কিছুই করিনি। কোথায় মদ খেয়ে পড়ে গিয়ে মাথা ফেটেছে।’’

You might also like!