Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

kolkata

3 years ago

Asansol municipal by-elections clash : পুরসভার উপনির্বাচন ঘিরে উত্তপ্ত আসানসোল, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

Asansol municipal by-elections clash
Asansol municipal by-elections clash

 

আসানসোল, ২১ আগস্ট : বনগাঁর পর এবার পুরসভার উপনির্বাচন ঘিরে সংঘর্ষের খবর এল পশ্চিম বর্ধমান থেকেও। রবিবার পুরসভার উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল।এদিন তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আসানসোল পুর নিগমের ছয় নম্বর ওয়ার্ডে উপনির্বাচন চলছে রবিবার। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আসানসোলের জেকে নগর মোড় এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপরে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা জমায়েত করেছিলেন। সেই সময় তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে জোড়াফুল শিবিরের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি কর্মীরা ‘বহিরাগত’ বলে দাবি করে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’পক্ষকে সরানোর চেষ্টা করে। এর মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির অভিযোগ, বাবলু পাসওয়ান নামে তাদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। ঘটনাস্থলে আরও পুলিশ যায়। দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সময় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পুলিশের উদ্দেশে বলেন, ‘‘পুলিশ বীরভূমের গুন্ডাদের পাহারা দিয়ে ঢোকাচ্ছে। ভোট লুট করতে সাহায্য করছে। তৃণমূলের দালাল পুলিশ। আপনারা সাবধান হয়ে যান।’’ এ নিয়ে তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার অবশ্য দাবি, ‘‘লক্ষ্মণ ঘোড়ুই দুর্গাপুর থেকে বহিরাগতদের নিয়ে এসে জমায়েত করেছিলেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার সময় লাঠিচার্জ করেছে। আমি এ সব কিছুই করিনি। কোথায় মদ খেয়ে পড়ে গিয়ে মাথা ফেটেছে।’’

You might also like!