কলকাতা, ২৩ মে: ফের বিভ্রাট কলকাতায় মেট্রোয়, বৃহস্পতিবার সকালে দিনের শুরুতেই মেট্রোতে গন্ডগোল দেখা দেয়। এর ফলে সকালের ব্যস্ত সময়ে যাত্রী ভোগান্তি পৌঁছয় চরমে। যাত্রীরা জানিয়েছেন, প্রতি স্টেশনেই প্রায় ১০ মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে থাকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী মেট্রো। যার ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।
৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। নেতাজি (কুঁদঘাট), মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। কিন্তু কিসের জেরে এই গন্ডগোল, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।