kolkata

1 year ago

Kolkata Accident: কলকাতায় ফের দুর্ঘটনায় প্রাণহানি; বেলগাছিয়ায় দোকানে ঢুকে পড়ল গাড়ি, মৃত এক

Another road accident death in Kolkata
Another road accident death in Kolkata

 

কলকাতা, ১৩ নভেম্বর : কলকাতায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু। সোমবার সকালে বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি। মৃত্যু হয়েছে দোকানদারের। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি ইউ-টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে এগোচ্ছিল।

পুলিশ জানিয়েছে, সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে গাড়িটি। ঘাতক গাড়ির চালককে আটকে রাখেন স্থানীয়রা। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে গাড়ির চালককে।


You might also like!