কলকাতা, ১৫ এপ্রিল : মঙ্গলবার বাংলা নববর্ষে ময়দানের ব্যস্ততার কথা জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ১৯টি ছবি-সহ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। কুণাল লিখেছেন, “নববর্ষের ময়দান। প্রথমে মোহনবাগান এবং তারপর ‘সংবাদ প্রতিদিন’ ভবানীপুর ক্লাব। বাংলার নববর্ষ কিন্তু ফুটবল খেলার তরফ থেকেই বারপুজোর মাধ্যমে প্রাণঢালা উদযাপন হয়। এবারও ময়দান প্রাণোচ্ছ্বল। তার মধ্যে মোহনবাগান এখন ট্রফির বাগান। ফলে বাকিদের সঙ্গে উৎসাহে তফাৎ তো থাকবেই। ভবানীপুর ক্লাবে সৌরভের উপস্থিতি আকর্ষণীয়। দুটি ক্লাবেই ফুটবলতারকাদের সমাবেশ। মোহনবাগানে হকি, ক্রিকেট, অ্যাথলেটিক্সের সাফল্যের উচ্ছাসও। ভবানীপুর জমজমাট, তবে সেখানেও নিজেদের পুজোর পাশাপাশি শ্লোগান: জয় মোহনবাগান। ”
নববর্ষের ময়দান। প্রথমে মোহনবাগান এবং তারপর সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাব। বাংলার নববর্ষ কিন্তু ফুটবল খেলার তরফ থেকেই বারপুজোর মাধ্যমে প্রাণঢালা উদযাপন হয়। এবারও ময়দান প্রাণোচ্ছ্বল। তার মধ্যে মোহনবাগান এখন ট্রফির বাগান। ফলে বাকিদের সঙ্গে উৎসাহে তফাৎ তো থাকবেই। ভবানীপুর ক্লাবে… pic.twitter.com/MXxWlXFtSm
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 15, 2025