kolkata

4 weeks ago

Kolkata Airport:কলকাতার আকাশে শতাধিক যাত্রী নিয়ে বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান

Air India plane
Air India plane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিমান অবতরণ করতে আর বেশি দেরী নেই তখন। বিমানবন্দরের প্রায় কাছাকাছি চলে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। হঠাৎ বিপত্তি! লেজার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়।ফলে মাঝআকাশে শতাধিক যাত্রী নিয়ে চরম বিপদের মুখোমুখি হতে হল পাইলটকে।

বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এআই ৭৪৬ বিমান অবতরণের সময় এই ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতা আসছিল বিমানটি। এয়ারপোর্ট থেকে ১১ নটিক্যাল মাইল দূরে আকাশে চরম বিপদের মুখোমুখি হতে হয় পাইলটকে। নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরে অবতরণের কয়েক কিলোমিটার আগে বিমানের ককপিটের দিকে ধেয়ে আসে জোরালো লেজার আলো। তাতে বিমান চালক এবং সহকারী চালকের চোখ ধাঁধিয়ে যায় বলে অভিযোগ। বিমানে ছিলেন ১৪৬ জন যাত্রী এবং ছ’জন ক্রু মেম্বার।

পাইলট জানিয়েছেন, বিমানবন্দরের দিক থেকে এত জোরালো লেজার আলো আসছিল যে বিভ্রান্তি তৈরি হয়। মাঝ আকাশে রাস্তা বুধতে পারছিলেন না চালক। তিনি জানিয়েছেন,  এর ফলে বড় বিপদ হতে পারত। তবে পাইলটের তৎপরতায় যাত্রীদের নিয়ে সুরক্ষিতভাবেই অবতরণ করেছে বিমানটি।

অবতরণের পর বিষয়টি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নজরে আনেন বিমানের চালক। বিমানবন্দর থানায় বিষয়টি জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, নিউ টাউনের দক্ষিণ-পূর্ব দিক থেকে এই লেজার আলো দেখা গিয়েছিল। পুলিশ কন্ট্রোল রুমের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লেজার আলো বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার পাইলট সিকিউরিটি অপারেশনাল কন্ট্রোল সেন্টারে নালিশ জানিয়েছেন বলে খবর।

২০২২ সালে শ্রীভূমির দু্র্গপুজোর মণ্ডপে লেজার আলো ব্যবহার করা হয়েছিল। অভিযোগ, তাতে সমস্যায় পড়েছিলেন বিমান চালকেরা। এর আগে ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরু থেকে কলকাতায় আসা ইন্ডিগোর একটি বিমান একই ঘটনার কবলে পড়েছিল। অবতরণের সময় ককপিট লেজার আলোয় ভরে গিয়েছিল। ফলে দিক নির্ণয়ের বিভ্রান্তি ঘটেছিল। বারংবার একই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। একাধিকবার এই নিয়ে অভিযোগ দায়ের হলেও লেজার লাইটের দাপট কিছুতেই বন্ধ হচ্ছে না বলেই জানিয়েছেন বিমানচালকেরা।


You might also like!