kolkata

10 months ago

Basanti: ফের বোমা উদ্ধার বাসন্তীতে, নিষ্ক্রিয় করল পুলিশ

Again the bomb was recovered in Basanti, deactivated by the police
Again the bomb was recovered in Basanti, deactivated by the police

 

বাসন্তী, ৮ ফেব্রুয়ারি: ফের বোমা উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। বাসন্তী থানার অন্তর্গত ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাত্রাখালি ভূঁইয়া পাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়। বুধবার রাতে এই এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন।

এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়র প্রথমে দেখেন মাঠের মাঝে এদিক ওদিক বোমা পড়ে রয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায় ও পরে নিষ্ক্রিয় করে বলে জানা গিয়েছে। কে বা কারা এই বোমাবাজি করেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।


You might also like!