কলকাতা, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এর মাঝেই ৫১ জন চিকিৎসককে তদন্ত কমিটির তরফে ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ, হুমকি দিয়ে অন্যান্য সতীর্থদের সন্ত্রস্ত করে রাখতে সিদ্ধহস্ত অভিযুক্তরা। আন্দোলনকারী চিকিৎসকেরা তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দরবার করেও ফল হয়নি। এর পরিপ্রেক্ষিতেই তলব করা হয়েছে। এ নিয়ে জলঘোলা হতে শুরু করেছে।