Country

3 hours ago

SSC Exam 2025: অযোগ্যদের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি নিয়োগে কড়া নজর আদালতের!

SSC Exam 2025
SSC Exam 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের এক গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত। আগামী ৭ দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। পাশাপাশি, পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনও অযোগ্য প্রার্থী সুযোগ না পান, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে (WBSSC)। আজ এই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। শুনানির শেষে আদালত জানিয়ে দেয়, কমিশনকে অযোগ্যদের চিহ্নিত করে পরিষ্কারভাবে তালিকা প্রকাশ করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে। শুধু তাই নয়, বিচারপতিরা এ-ও জানান যে, নতুন নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে, সেদিকে আদালত নজর রাখছে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করতেও পিছপা হবে না। এদিন বিচারপতিরা জানিয়ে দেন, রাজ্যে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে অযোগ্যদের ফের  সুযোগ করে দেওয়া হচ্ছে বলে যেসব অভিযোগ উঠছে, তা নিয়ে আদালত অত্যন্ত চিন্তিত। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানির পরই সুপ্রিম কোর্ট এই কড়া নির্দেশ দেয় কমিশনকে। 

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা। প্রসঙ্গত, এই পরীক্ষার সময়সূচি পিছনোর দাবিতে কিছু আবেদন জানানো হয়েছিল আদালতে। সেই আবেদনের শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই  আবেদনে হস্তক্ষেপ করেনি, ফলে কমিশন পুরোদমে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। 

উল্লেখযোগ্যভাবে, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে হাজার হাজার প্রার্থী চাকরি হারান। তদন্তে উঠে আসে নানা প্রমাণ, যেখানে দেখা যায় প্রাথমিকে, উচ্চ প্রাথমিকে ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি ও অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা  হয়েছিল। এই প্রেক্ষিতে, রাজ্য সরকার ও এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করলেও, আদালতের নজরে এসেছে যে সেখানে আবারও অযোগ্যদের সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। ফলে, আদালত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশ দিয়েছে তালিকা প্রকাশের এবং ভবিষ্যতের নিয়োগে অযোগ্যদের রুখতে  সক্রিয় পদক্ষেপ নেওয়ার।

You might also like!