kolkata

3 months ago

Kolkata Marathon: আগামী ১৫ ডিসেম্বর কলকাতায় ২৫ ও ১০ কিলোমিটার ম্যারাথন

Kolkata Marathon
Kolkata Marathon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগামী ১৫ ডিসেম্বর, রবিবার কলকাতায় ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হতে চলেছে। আয়োজক টাটা গোষ্ঠীর ওই উদ্যোগ। এই উপলক্ষে কলকাতায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন লোগো উদ্বোধন করা হয়েছে।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পূর্ব ভারতের সর্ববৃহৎ দৌড় উৎসব। প্রাইজ মানি হিসেবে রয়েছে ১৪২,২১৪ আমেরিকান ডলার। উল্লেখ্য, কলকাতার রেড রোড থেকে ওই উৎসবের সূচনা করা হবে। এক সাংবাদিক সম্মেলনে টাটা স্টিল এর কর্পোরেট সার্ভিসেস এর ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী, আই ডি এফ সি ফার্স্ট ব্যাঙ্ক এর সিএম ও, নারায়ণ, বিবেক সিং, কমল রাজাটিভি, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ঘোষণাতে ছিলেন ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার।

You might also like!