নয়াদিল্লি, ২৮ আগস্ট : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আবারও আক্রমণ করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, "যে দল স্বাধীনতা সংগ্রামের সঙ্গে নিজেকে যুক্ত করত, তাঁদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রয়াত মায়ের বিরুদ্ধে এমন মন্তব্য করার জন্য লজ্জিত হওয়া উচিত, যিনি ১০০ বছর বয়সে মারা গেছেন। বিহার এমন একটি ভূমি যেখানে মহান নেতা, জ্ঞান এবং ঐতিহ্যের জন্ম হয়েছে, সেখানকার মানুষ এসব দেখছে এবং এর জবাব দেবে।"
বিজেপি সাংসদ সম্বিত আরও বলেছেন, "এই মন্তব্যের আগে রাহুল গান্ধীর বক্তৃতা শুনুন এবং বিশ্লেষণ করুন। তিনি ১৪০ কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক ভাষা ব্যবহার করছেন। সংসদ অধিবেশন চলাকালীন, স্পিকার নিজেই বিরোধীদের অবমাননাকর ভাষার কথা উল্লেখ করেছিলেন। ২০১২-১৩ সাল থেকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, যখন তারা তাঁর মধ্যে একজন সম্ভাব্য নেতা দেখেছিলেন। রাহুল গান্ধী, মণিশঙ্কর আইয়ার এবং সঞ্জয় রাউতের মধ্যে কোনও পার্থক্য নেই। রাহুল গান্ধী নিজেই কংগ্রেসের নতুন মণিশঙ্কর আইয়ার।