kolkata

1 month ago

10000 Crores Investment in Kolkata বাংলার চর্মশিল্পে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে

10000 Crores Investment in Kolkata
10000 Crores Investment in Kolkata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাংলার চর্মশিল্পে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। চর্মশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে রাজ্য সচিবালয় নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক শিল্পপতি।

ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই রাজ্যে তথা পশ্চিমবঙ্গে আড়াই লক্ষ কর্মসংস্থান হতে চলেছে। ইতিমধ্যেই চর্মশিল্পে বাংলায় ২৫ হাজার কোটি বিনিয়োগ হয়েছে বলে জানিয়েছেন তিনি। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানান, আলিপুর মিউজিয়ামের সামনে হিডকো মল তৈরি করবে। সেখানে লেদার প্রোডাক্ট বিক্রি হবে।

তিনি আরও জানান, কর্মদিগন্তে ১৮৭টি নতুন ট্যানারি ও ১৩৯টি জুতো তৈরির নতুন ইউনিট গড়ে তোলা হবে। এছাড়াও ৪৭৫ কোটি টাকা খরচ করে পানীয় জল সরবরাহ কেন্দ্র তৈরি করা হবে। এরফলে ট্যানারির পাশাপাশি আশেপাশের মানুষের জলের চাহিদাও মিটবে।


You might also like!