দুবাই, ২৭ আগস্ট : রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। বিশ্বকাপ সরিয়ে করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আইসিসি নতুন ভেন্যুতে পরিবর্তিত সূচি এবং গ্রুপ ঘোষণা করেছে। বিশ্বকাপের আয়োজক সত্ত্ব থাকছে বাংলাদেশের হাতেই।
গ্রুপ পর্ব থাকছে আগের সূচি অনুযায়ী। ৩ অক্টোবর বিকেল ৪টায় শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
দুবাই ও শারজা এই দুই ভেন্যুতে হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি সেমিফাইনাল হবে ১৭ অক্টোবর দুবাই ও ১৮ অক্টোবর শারজায়। ২০ অক্টোবর রাত ৮টায় দুবাইয়ে হবে ফাইনাল। আর প্রস্তুতি ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে। ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল।
গ্রুপ ‘এ’ তে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা রয়েছে।গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।