kolkata

4 months ago

Sandip ghosh again faced CBI : সন্দীপের হাজিরা ফের সিবিআই দফতরে, আর জি কর কাণ্ডে ম্যারাথন জেরা প্রাক্তন অধ্যক্ষকে

sandeep ghosh and cbi (symbolic picture)
sandeep ghosh and cbi (symbolic picture)

 

কলকাতা, ২৯ আগস্ট : ফের সিবিআই-এর মুখোমুখি হয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন সন্দীপ, এই নিয়ে টানা ১৩-দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তের পাশাপাশি ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তেরও দায়িত্ব পেয়েছে সিবিআই। দু’টি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই নিয়ে ১৪ দিনে ১৩ বার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ।

You might also like!