Entertainment

4 months ago

Actress Sushmita :ব্রেক আপের পরেও প্রাক্তন প্রেমিকের সাথে রোম্যান্টিক সিন! অস্বস্তি নাকি স্বাচ্ছন্দ্যভাব? মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা

Actress Sushmita (Symbolic Picture)
Actress Sushmita (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ থাকেই পারে, কিন্তু তার প্রভাব যেন অভিনয় জগতে না পরে, এমনই অদ্ভুত জীবন অভিনেতা-অভিনেত্রীদের। এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা দে।

একাধিক সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমানে এই অভিনেত্রী স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল 'কথা'তে অভিনয় করছেন। তাঁর বিপরীতে রয়েছেন সাহেব ভট্টাচার্য। গল্পের খাতিরে প্রায়শই রোম‍্যান্টিক দৃশ‍্যে অভিনয় করতে হয় তাঁদের। সদ‍্য সম্পর্ক ভেঙেছে সুস্মিতার। এর মাঝে এমন ঘনিষ্ঠ দৃশ‍্যের শুটিং করতে গিয়ে কি অস্বস্তিতে পড়তে হয় না? সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, প্রথম দিকে যে অসুবিধা হত না এমনটা নয়। তবে সেটে ঢুকলে তিনি আর সুস্মিতা থাকেন না, কথার চরিত্রে ঢুকে পড়েন। সিরিয়ালে সাহেবের সঙ্গে সিন করতে গিয়ে নিজের মধ‍্যে কী চলছে সব ভুলে যান তিনি। গোটা ইউনিট এত ভালো থাকে যে কোনো কিছু ভাবার অবকাশ থাকে না।

সুস্মিতা আরো বলেন, এই সেটের মানুষজন তাঁর পরিবার হয়ে উঠেছেন। অনেক খারাপ লাগা ভুলিয়ে দেন তাঁরা। ফলত ব‍্যক্তিগত দুঃখ কষ্ট থেকে তিনি সহজেই বেরিয়ে আসতে পারেন। পাশাপাশি সুস্মিতা আরো বলেন, নিজের কাজটা তিনি ভালোবেসেই করেন। তাই তেমন অসুবিধায় পড়তে হয় না তাঁকে।

নায়ক সাহেবের সঙ্গেও সুস্মিতার নাম জড়িয়ে গুঞ্জন রটেছিল মাঝে। এ বিষয়েও মুখ খোলেন অভিনেত্রী। তাঁর কথায়, সাহেব যেমন ভালো সহ অভিনেতা, তেমনি ভালো একজন মানুষ। কোনো দৃশ‍্যে সুস্মিতার অস্বস্তি হলে তিনি নিজেই গাইড করে দেন। তারপর আর জড়তা থাকে না।

You might also like!