Breaking News
 
Parno Mittra: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রদবদল, তৃণমূলে যোগ অভিনেত্রী পার্ণোর India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’

 

kolkata

3 years ago

"Sounds of gunshots," the witness said : "পর পর গুলির শব্দ, কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় দৌড়াদৌড়ি", জানালেন প্রত্যক্ষদর্শী

"Sounds of gunshots," the witness said
"Sounds of gunshots," the witness said

 

কলকাতা, ৬ আগস্ট : হকারের দৌরাত্মে ভারতীয় জাদুঘরের দুপাশে সদর স্ট্রিট আর কিড স্ট্রিটের শান্ত, নিরিবিলি পরিবেশ উধাও হয়ে গিয়েছে অনেকদিন আগেই। শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট লাগোয়া ওই অঞ্চলে পুলিশে পুলিশে ছয়লাপ। সঙ্গে অজস্র কৌতূহুলি মানুষ। "শনিবারে ছুটিটা পুজোর কেনাকাটার কিছুটা গোছানোর ভিড় ওই চত্বরে। ঠিক তখনই পর পর গুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় দৌড়াদৌড়ি।" কথাগুলো নাগাড়ে বলে চললেন প্রত্যক্ষদর্শী শেখ সুমন। জাদুঘরের উল্টো দিকের ফুটে তাঁর দোকান। সুমনের কথায়, "দোকানে তখন ভালোই খদ্দের। শনিবার করে ওই সময় টুকটাক কেনাকাটা হয়। পরপর বিকট শব্দের পরই শুরু হয় ছোটাছুটি। আমরাও দৌড় লাগাই। ততক্ষণে বেশ কয়েক জন পুলিস এসে গিয়েছেন। সংবাদমাধ্যমের কয়েক জনও চলে এসেছেন। আমাদের সরিয়ে দেওয়া হল। কী হল বুঝতে পারলাম না। মাইকে করে ঘোষণা শুরু হল।" শনিবার পার্ক স্ট্রিটের জাদুঘরের কাছে শ্যুটআউটের ঘটনায় আতঙ্ক তৈরি হয়৷ পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি৷ প্রাথমিকভাবে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন৷ তাঁদের একজন পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর৷ তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়৷ জানা গিয়েছে, ভারতীয় জাদুঘর এবং বিধায়কদের হস্টেলের রাস্তায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চলে৷ এই লেখা পর্যন্ত চলেছে পুলিশি তৎপরতা।

You might also like!